লোহাগাড়া প্রতিনিধি: চট্রগ্রামের লোহাগাড়া উপজেলার থানা পুলিশের বিশেষ অভিযানে ৩৭০০ পিস ইয়াবা সহ পাঁচ মাদক কারবারিকে আটক করেন।
২৬ নভেম্বর উপজেলার চুনতি ইউনিয়নের বন রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে চট্টগ্রাম -কক্সবাজার মহাসড়কে থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান এর নির্দেশে এসআই মোঃ মোজাম্মেল হোসেন সঙ্গীয় অফিসার ফোর্সসহ চেকপোস্ট বসিয়ে ৩৭০০ পিস ইয়াবা, ইয়াবা পরিবহন কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল সহ ৫ জনকে আটক করা হয়।
আটককৃত আসামীরা হলেন- মোঃ দবির হোসেন(২৩) এবং মোঃ অন্তর(২১)। তারা উভয়ই গাজিপুরের বাসিন্দা। তাদের ১০০০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ১টি মোটরসাইকেলসহ গ্রেফতার করেন।
একই স্থানে আরেকটি অভিযানে ২৭০০ পিস ইয়াবা সহ আরো ৩ আসামী কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলেন- আব্দুর শুক্কুর (৫০), কবির হোসেন (২২), মো: কোহিনুর ইসলাম (৩৫)।
গ্রেফতারকৃত আসামীদেরকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা সূত্রে জানা যায়।