লোহাগাড়া প্রতিনিধি: চট্টগ্রামের লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান এর নির্দেশে থানায় কর্মরত এসআই মাহফুজুর রহমান এর নেতৃত্বে পুলিশের একটি টিম চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কস্থ চুনতি বন রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে ২ নভেম্বর চেকপোস্ট বসিয়ে ১০ হাজার পিস ইয়াবা সহ এক জনকে আটক করে।
আটককৃত ইয়াবা কারবারি হলেন, মোঃ আজিজুল হক (২২), পিতা-আব্দুল করিম, মাতা-নুরে আয়েশা, সাং-গর্জনুনিয়া,কেওয়াজির বিল, ১নং ওয়ার্ড, থানা-রামু, জেলা-কক্সবাজার।
আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর ১০ (গ) মূলে মামলা রুজু করা হয়। থানার মামলা নং-০৩।
গ্রেফতারকৃত আসামীকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা সূত্রে জানা যায়।