লোহাগাড়া উপজেলায় দুই ফার্মেসি সহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
জানা যায় বেশি দামে ওষুধ বিক্রির দায়ে লোহাগাড়া সদরের চেমন ও যমুনা ফার্মেসিকে ৫ হাজার করে ১০ হাজার টাকা এবং আধুনগরের রিয়াদ ফুডস নামের কেকারিকে মিথ্যা লেবেল ও অস্বাস্থ্যকরভাবে খাদ্য উৎপাদনের দায়ে ৫০০০জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
১১ মেপ্টেম্বর ( বুধবার) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পদ্মাসন সিংহ।
এ সময় লোহাগাড়ার নিরাপদ খাদ্য পরিদর্শক ও স্যানিটারি ইন্সপেক্টর মো. শের আলী, ভূমি অফিসের পেশকার সমির চৌধুরীসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।