লোহাগাড়ায় দুই ফার্মেসিসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা

CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

লোহাগাড়া উপজেলায় দুই ফার্মেসি সহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

জানা যায় বেশি দামে ওষুধ বিক্রির দায়ে লোহাগাড়া সদরের চেমন ও যমুনা ফার্মেসিকে ৫ হাজার করে ১০ হাজার টাকা এবং আধুনগরের রিয়াদ ফুডস নামের কেকারিকে মিথ্যা লেবেল ও অস্বাস্থ্যকরভাবে খাদ্য উৎপাদনের দায়ে ৫০০০জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

১১ মেপ্টেম্বর ( বুধবার) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পদ্মাসন সিংহ।

এ সময় লোহাগাড়ার নিরাপদ খাদ্য পরিদর্শক ও স্যানিটারি ইন্সপেক্টর মো. শের আলী, ভূমি অফিসের পেশকার সমির চৌধুরীসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।