বান্দরবানের লামা উপজেলার গজালিয়া ইউনিয়ন এর ১নং ওয়ার্ড সাপমারা ঝিরিতে মাটির ঘরের দেয়াল ধসে বানু মিয়া(৯৫)নামে এক জন মারা গেছে।
জানা যায়, ০৯ সেপ্টেম্বর ২০১৯ আনুমানিক রাত ০৩ টার দিকে এই ঘটনা ঘটে।
অতিবৃষ্টির কারনে ঘরের মাটির দেয়াল ধসে পড়ে এবং ঘুমানো বৃদ্ধ বানু মিয়া ঐ মাটিতে চাপা পড়ে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চত করেছেন, লামা থানা সেকেন্ড অফিসার এসআই খালিদ মাহমুদ।
তিনি সিপ্লাস টিভিকে বলেন, প্রচণ্ড বৃষ্টিতে বানু মিয়ার ঘরের দেয়াল ধসে পড়ে তার মৃত্যু হয়। দেয়াল ধসে পড়ার সময় বানু মিয়া তার খাটে ঘুমন্ত অবস্থায় ছিলেন। বর্তমান বৃদ্ধের লাশ লামা থানায় নিয়ে আসা হয়েছে।