রোটারেক্ট ক্লাবের উদ্যোগে বয়ঃসন্ধিকালীন সচেতনতামূলক সভা

CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

ইন্টারন্যাশনাল ডে অফ চ্যারিটি উপলক্ষে রোটারেক্ট ক্লাব অব চিটাগং রিভারশাইন,এবং মুম্বাইয়ে অবস্থিত রোটারেক্ট ক্লাব অব এমবার্নাথ ইন্টারন্যাশনাল জেলা ৩১৪২ যৌথভাবে আয়োজিত চট্টগ্রাম নগরীর টাইগারপাস বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্যানিটারী ন্যাপকিন বিতরন এবং বয়ঃসন্ধিকালীন সচেতনতামূলক প্রোজেক্ট করে।প্রোজেক্টি ইন্টারন্যাশনাল ভাবে ৫২ টি ক্লাব মিলে পালিত হয়।

প্রোজেক্টে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার কমিশন এর ডেপুটি গভর্নর রোটারিয়ান আমিনুল হক বাবু। রোটারেক্ট ক্লাব ওফ চিটাগং রিভারশাইনের প্রেসিডেন্ট আইনুল কবির জিতু, চার্টার প্রেসিডেন্ট ওয়াহেদ মুরাদ, উপস্থিত ছিলেন প্রোজেক্ট ডিরেক্টর রোটাঃ সানজিদা সুলতানা নিশি সহযোগী হিসেবে ছিলেন রোটাঃ সায়েমা সানজিদা,রোটাঃ জেনি আক্তার জেনিফার, রোটাঃ দেলোয়ার হোসেন জয়(ভাইস প্রেসিডেন্ট),রোটাঃ আনাস মাহমুদ,রোটাঃ আব্দুল্লাহ আল মাহমুদ।

প্রধান অতিথি আমিনুল হক বাবু বলেন, ” বয়ঃসন্ধিকাল নারীদের জীবনের খুবই স্বাভাবিক এবং শারীরবৃত্তীয় একটি প্রক্রিয়া। বয়ঃসন্ধিকাল কোন লজ্জার ব্যাপার নয় বরং গর্বের। তাই বয়ঃসন্ধিকাল নিয়ে লজ্জা নয় চাই সচেতনতা।”