রামুতে মোটর সাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত

CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

দ্রুতগামী বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ হারিয়েছে একজন ব্যবসায়ী। সোমবার বিকেলের দিকে কক্সবাজারের রামু বাইপাস সড়কে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হলো কক্সবাজার শহরের কালুর দোকানের মোহাম্মদ হোসেনের পুত্র খোরশেদ আলম বাবুল (৫৫)। বিষয়টি নিহতের স্বজন বিশিষ্ট ব্যবসায়ী রোটারিয়ান শফিকুল ইসলাম নিশ্চিত করেছেন।

নিহত খোরশেদ আলম বাবুল চট্টগ্রাম শহরের চান্দগাঁও থানার মোহরা এলাকার স্থায়ী বাসিন্দা। তিনি কক্সবাজারের হাবিব উল্লাহ চৌধুরীর জামাতা। এদিন বিকেল ৪ টায় বেপরোয়া গতিতে আসা মোটর সাইকেলের ধাক্কায় গুরুতর আহত হওয়ার পর পরই খোরশেদ আলম বাবুলকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে আনা হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

নিহত খোরশেদ আলম বাবুলের স্ত্রীর নাম জাহানারা বেগম। তাদের ২ পুত্র ও ১ কন্যা সন্তান রয়েছে। নিহত খোরশেদ আলম বাবুল পিকাপ গাড়ীর ব্যবসায়ী ছিলেন।