রামুতে বসতবাড়ি পুড়ে ছাই কক্সবাজার প্রতিনিধি

CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

কক্সবাজারের রামুর ফতেখাঁরকুল ইউনিয়নে লামার পাড়ার বাসিন্দা নুরুল ইসলামের বাড়ি অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ৯ টার দিকে ঘটনাটি ঘটে। এতে ক্ষয়ক্ষতি ১০ লক্ষ টাকা ধারণা করা হচ্ছে।

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আকষ্মিক অগ্নিকান্ডের সূত্রপাত হয় বলে প্রাথমিক তথ্যে জানা গেছে।

ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক নুরুল ইসলাম জানান, হঠাৎ অগ্নিকাণ্ডের সুত্রপাত হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ে। পুড়ে গেছে সব সহায় সম্বল। গাড়ি চলাচলের পথ না থাকায় গাড়ি অগ্নিকাণ্ডস্হলে পৌঁছাতে বিলম্ব হওয়ায় বাড়িটি সম্পূর্ণ পুড়ে ভুষ্মিভূত হয়ে যায় বলে স্থানীয়রা জানায়।

অগ্নিকান্ডে টিভি, ফ্রীজ, গ্যাস সিলিন্ডার, টাকা,স্বর্নালংকার, আসবাবপত্রসহ আনুমানিক ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী ক্ষতিগ্রস্তদের। মাথা গুজার ঠাঁই পেতে প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন ক্ষতিগ্রস্ত নুরুল ইসলাম।