রাজধানীর অভিজাত এলাকা গুলশানের বনানী সুপার মার্কেটের পাশে ওয়ানম্যান ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৯টা ২০ মিনিটে এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মাহফুজ রিভেঞ্জ এ তথ্য জানান।
তিনি বলেন, রাত ৯টা ২০ মিনিটে ওয়ানম্যান ভবনের তৃতীয় তলায় আগুন লাগার সংবাদ আসে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। ওই ভবনের নিচতলায় স্বপ্ন সুপার শপ রয়েছে বলে জানা গেছে।
তবে প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে জানাতে পারেননি ডিউটি অফিসার ।