রাজধানীর এজাক্স ক্লাবে অভিযান চালাবে র‌্যাব

CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

রাজধানীর বিভিন্ন ক্লাবে অবৈধ ক্যাসিনো ও জুয়ার আসর বন্ধের অভিযানের অংশ হিসেবে শুক্রবারও (২০ সেপ্টেম্বর) অভিযান চালায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব)। ওই দিন এলিফ্যান্ট রোডের এজাক্স ক্লাবের অভিযান স্থগিত করা হয়। শনিবার (২১ সেপ্টেম্বর) এই ক্লাবে অভিযান চালানো হবে।

শুক্রবার সন্ধ্যা থেকে কারওয়ান বাজারের মৎসজীবী ক্লাব, এলিফ্যান্ট রোডের এজাক্স ক্লাব এবং ধানমন্ডি ক্লাব ঘিরে রাখে র‌্যাব।

অভিযান শেষে ২৪ ঘণ্টার জন্য ধানমণ্ডি ক্লাবের বার সিলগালা করা হয়েছে বলে জানান র‌্যাব-২ এর কম্পানি কমান্ডার শাহাব উদ্দিন।

তিনি বলেন, বার বন্ধ থাকায় সেখানে অনুমোদিত সংখ্যক মদ ছিল কিনা সেটি ২৪ ঘণ্টার মধ্যে কর্তৃপক্ষের সঙ্গে যাচাই বাছাই করা হবে। অসঙ্গতি থাকলে ব্যবস্থা নেয়া হবে।

এছাড়া, কারওয়ান বাজারের মৎসজীবী ক্লাবের অভিযানও স্থগিত করা হয়েছে বলে জানা গেছে।

অভিযানের বিষয়টি টের পেয়ে মৎসজীবী ক্লাব থেকে সব সরিয়ে ফেলা হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

এর আগে, রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত কলাবাগান ক্রীড়াচক্রে ক্যাসিনোর সন্ধান পায় র‌্যাব। সেখান থেকে অস্ত্র-গুলি, তাস ও ইয়াবা উদ্ধার করা হয়েছে। আটক করা হয়েছে ক্লাবটির সভাপতি শফিকুল আলম ফিরোজসহ পাঁচ জনকে।