চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় হত্যা মামলার পলাতক এক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার পদুয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তার নাম মো. মাসুদ (৩৫)। সে পদুয়া নাফিত পুকুরিয়া এলাকার মৃত আশরাফ আলী চৌধুরীর পুত্র।
তার বিরুদ্ধে হত্যা, নারী ও শিশু নির্যাতন, ডাকাতি, ডাকাতি সহ ১২টি মামলা রয়েছে। এরমধ্যে তিনটি মামলায় তার বিরুদ্ধে পরোয়ানা রয়েছে।
সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
রাঙ্গুনিয়া থানার উপ পরিদর্শক (এস.আই) ইসমাঈল হোসেন জুয়েল বলেন, মাসুদ চিহ্নিত অপরাধী এবং দীর্ঘদিন ধরে সে পালিয়ে বেড়াচ্ছিল। গোপন সংবাদে অভিযান চালিয়ে রবিবার রাত সাড়ে ১০টার দিকে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।