রাঙ্গুনিয়ায় মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (২২ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদে উপজেলার ক্ষেত্রবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এসময় তার কাছে বিক্রির জন্য রাখা ২৪০ গ্রাম গাঁজা পাওয়া যায়।

তাঁর নাম বেলাল হোসেন (৩৩)। সে মধ্যম সরফভাটা এলাকার সিরাজুল ইসলামের পুত্র।

তাঁর বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে জেলহাজতে প্রেরণ করেছে পুলিশ।

রাঙ্গুনিয়া থানার উপ পরিদর্শক ইসমাঈল হোসেন জুয়েল বলেন, গোপন সংবাদে রবিবার রাতে সরফভাটা ক্ষেত্রবাজার কাঁচাবাজার সংলগ্ন রাস্তার উপর মাদক বিক্রির খবর আসে। এই খবরে ঘটনাস্থলে গেলে গাজা বিক্রিকালে আসামীকে হাতেনাতে গ্রেপ্তার করি। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।