রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে “দূর্নীতি দমন ও প্রতিরোধ করণীয়” শীর্ষক আলোচনা সভা, মানববন্ধন ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে শুক্রবার (৯ ডিসেম্বর) সকালে আয়োজিত মানববন্ধনটি কাপ্তাই সড়কের ইছাখালী এলাকায় অনুষ্ঠিত হয়।
পরে আয়োজিত র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জামশেদুল আলম। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার। প্রধান আলোচক ছিলেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এর উপ-পরিচালক মো. আতিকুল আলম।
রাঙ্গুনিয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও রাঙ্গুনিয়া সরকারি কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. আবদুল মাবুদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জিগারুল ইসলাম জিগার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নির্মল কান্তি দাশ, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. হিন্দুল বারী, শিক্ষক আবু সায়েম প্রমুখ।
এতে উপজেলা নারী ভাইস চেয়ারম্যান এডভোকেট আয়েশা আক্তারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।