রাঙ্গুনিয়ায় চাঁদের গাড়ির ধাক্কায় প্রাণ হারালো অটোরিকশা আরোহী

CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

রাঙ্গুনিয়ায় বেপরোয়া চাঁদের গাড়ির ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশা আরোহী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে কাপ্তাই সড়কের উপজেলার ঘাটচেক এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় অটোরিকশা চালকও গুরুতর আহত হয়েছেন। নিহতের নাম মফিজুর রহমান (৫০)।

সে উপজেলার শিলক ইউনিয়নের এম শাহ আলম চৌধুরী বাড়ির সালেহ আহমদ’র ছেলে। আহতের নাম আব্দুল মোনাফ(৫৫)। সে মরিয়মনগর মাইজপাড়া এলাকার আব্দুল সাত্তারের ছেলে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শনিবার সকাল ৯টার দিকে সড়কের পশ্চিম দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি চাঁদের গাড়ি পেছন থেকে একই দিক থেকে আসা অপর একটি সিএনজি অটোরিকশাকে ধাক্কা মারে। এতে অটোরিকশা চালক আব্দুল মোনাফ ও ভেতরে থাকা যাত্রী মফিজুর রহমান গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়।

উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের জরুরী বিভাগের চিকিৎসক মো. নাছির উদ্দিন বলেন, তাদের সাড়ে ৯টার দিকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে মফিজুর রহমানের ডান পা ভেঙ্গে যায় এবং মাথায় গুরুতর যখম হয়। তাকে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে মেডিকেলে প্রেরণ করি। অন্যদিকে অটোরিকশা চালক আব্দুল মোনাফকে হাসপাতালেই চিকিৎসা দেওয়া হয়েছে।’

নিহতের স্বজনরা জানায়, মফিজকে চট্টগ্রাম মেডিকেলে নেওয়ার পথে মারা যান। তিনি একটি জরুরী কাজে সকালে ওই অটোরিকশায় করে রোয়াজারহাট যাচ্ছিলেন। তিনি পেশায় একজন ভ্যানচালক। তার পরিবারে দুই ছেলে ও ১ মেয়ে সন্তান রয়েছে।