রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়ায় এসএসসি পরীক্ষার ফলাফলে জিপিএ-৫ বাড়লেও কমেছে পাসের হার। উপজেলার ৪১টি স্কুলের মোট ৩ হাজার ৬৮০ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৩ হাজার ১৯৮ জন। পাসের হার ৮৬.৯১ শতাংশ। গতবছর পাসের হার ছিল ৮৮.৮৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২৫৭ জন, গতবার ছিল ১৪৫ জন। দাখিলে ১৫টি মাদ্রাসার ৪৪৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৩৪৯ জন। পাসের হার ৭৮.২৬ শতাংশ। গতবছর ছিল ৯৩.৭০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২১ জন, যা গতবছর ছিল ১৩ জন। এছাড়া ভোকেশনালে উপজেলার ৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২৪৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২৩৯ জন। পাসের হার ৯৮.৩৬ শতাংশ। যা গতবার ছিল ৯৬.৩৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২৯ জন, গত বছর ছিল শুধুমাত্র ১ জন।
রাঙ্গুনিয়া উপজেলা একাডেমিক সুপারভাইজার সুমন শর্মা বলেন, উপজেলায় পাসের হারের দিক থেকে শতভাগ পাস করে যৌথভাবে প্রথম হয়েছে হোসনাবাদ লালানগর উচ্চ বিদ্যালয় এবং আবুল বশর চৌধুরী উচ্চ বিদ্যালয়। তাদের যথাক্রমে ৪ এবং ৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এছাড়া দ্বিতীয় হয়েছে কোদালা উচ্চ বিদ্যালয়। তাদের ১১ জন জিপিএ-৫ সহ ৯৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। অন্যদিকে জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে প্রথম হয়েছে রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়। এই স্কুলটিতে ভোকেশনালে ৭ জনসহ মোট ৩৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে এবং পাসের হার ৯২ শতাংশ। এছাড়া রাঙ্গুনিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় থেকে ২৬ জন এবং উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয় থেকে ১৯ জন শিক্ষার্থী জিপিএ- ৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। দাখিলে প্রথম হয়েছে রাঙ্গুনিয়া নুরুল উলুম কামিল মাদ্রাসা। তাদের ৪ জন এ প্লাসসহ ৯৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। ৮৮ শতাংশ শিক্ষার্থী পাস করে দ্বিতীয় হয়েছে হযরত খাদিজা (রা:) বালিকা দাখিল মাদ্রাসা। তাদের ৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এছাড়া ভোকশনালে প্রথম হয়েছে রাজানগর আর,এ,বি,এম উচ্চ বিদ্যালয়। তাদের ৫ জন এ প্লাসসহ শতভাগ শিক্ষার্থী পাস করেছে