রাঙ্গুনিয়ায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের (অনুর্ধ্ব-১৭) উদ্বোধন রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে অনুষ্ঠিত হয়েছে। বেলুন উড়িয়ে খেলার আনুষ্ঠানিক উদ্বোধন শেষে প্রথম দিন দুটি খেলা অনুষ্ঠিত হয়। প্রথম খেলায় প্রতিদ্বন্ধীতা করে রাঙ্গুনিয়া পৌরসভা ফুটবল একাদশ বনাম বেতাগী ইউনিয়ন ফুটবল একাদশ।
খেলার প্রথমার্ধে পৌরসভা ফুটবল একাদশ ২ গোলে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধে আরও ২ গোল করে ৪-০ ব্যবধানে জয় পায় রাঙ্গুনিয়া পৌরসভা ফুটবল একাদশ। দ্বিতীয় খেলায় অংশ নেয় পারুয়া ইউনিয়ন ফুটবল একাদশ বনাম দক্ষিণ রাজানগর ফুটবল একাদশ। এই খেলায় দুই দল তীব্র প্রতিদ্বন্ধীতা করলেও নির্দিষ্ট সময়ে কোন দলই গোল পায়নি। পরে খেলা গড়ায় ট্রাইবেকারে। সেখানে পারুয়া ৩-২ ব্যবধানে জয় লাভ করে।
খেলার উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সহকারি কমিশনার (ভূমি) পূর্বিতা চাকমা, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম, প্রাণী সম্পদ কর্মকর্তা মোস্তফা কামাল, মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে, সমবায় কর্মকর্তা দিবাকর দাশ মান্না, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম চৌধুরী, উত্তরজেলা আওয়ামী লীগ নেতা আবুল কাশেম চিশতি, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সিরাজুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার, পৌরসভা আওয়ামীলীগ সভাপতি মাস্টার আসলাম খাঁন, চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ড সদস্য খালেদ মাহমুদ, মুক্তিযোদ্ধা কমান্ডার খাইরুল বশর মুন্সি, দক্ষিণ রাজানগর ইউপি চেয়ারম্যান আহমদ ছৈয়দ তালুকদার, পারুয়া ইউপি চেয়ারম্যান জাহেদুর রহমান তালুকদার, প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান বলেন, ১৫ ইউনিয়ন ও ১ টি পৌরসভা থেকে ১৬ টি দল টুর্ণামেন্টে অংশ গ্রহন করছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুটি খেলা অনুষ্ঠিত হবে। প্রথম খেলায় অংশ নেবে পদুয়া ইউপি বনাম লালানগর এবং দ্বিতীয় খেলায় স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউপি বনাম হোছনাবাদ ইউপি ফুটবল একাদশ।
উত্তর চট্টগ্রাম রাঙ্গুনিয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন