রাঙ্গুনিয়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

“বহু ভাষার সাক্ষরতা, উন্নত জীবনের নিশ্চয়তা” এই প্রতিপাদ্য বিষয়ে রাঙ্গুনিয়ায় পালিত হয়েছে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। এই উপলক্ষ রবিবার (৮ সেপ্টেম্বর) সকালে র‌্যালি ও আলোচনা সভা করেছে রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসন। র‌্যালিটি উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান। উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. দিদারুল আলম, উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে, মহিলা বিষয়ক কর্মকর্তা সোনিয়া সফি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাবুল কান্তি চাকমা, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. জহির উদ্দিন, সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা নিজাম উদ্দিন, শিবলু দাশ, লায়লা বিলকিস, জিসা চাকমা, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা রোকসানা খাতুন নার্গিস, উপজেলার সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা খাইরুল আলম, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জাতী রমিজ উদ্দিন, সাবেক পৌর কাউন্সিলর মো. নাছের প্রমুখ।