বন্যহাতির আক্রমনে রাঙামাটির লংগদুতে এক যুবক নিহত হয়েছে। মঙ্গলবার ভোরে ফজরের নামাজ পড়ার লক্ষ্যে ঘর থেকে বের হয়ে বন্যহাতির সামনে পড়ে গেলে হাতির আঘাতে শরিফুল ইসলাম (২৫) নামের উক্ত যুবক নিহত হয়েছে বলে গুলশাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু নাছির নিশ্চিত করেছেন। নিহত শরিফুল উপজেলার গুলশাখালী ইউনিয়নের যুবলক্ষীপাড়া গ্রামের আদিল হোসেনের ছেলে।
নিহতের স্বজনরা জানায়, শরিফুল আজ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) ভোরে স্থানীয় মসজিদে ফজরের নামাজ পড়ার জন্য ঘর থেকে বেরিয়ে যান। মসজিদে যাবার পথে বন্য হাতির সামনে পড়লে হাতির আক্রমণে তার মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয়রা শরিফুলকে উদ্ধার করে লংগদু স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
গুলশাখালী ইউনিয়নের চেয়ারম্যান আবু নাছির বলেন, বন্য হাতির আক্রমণে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে পুনর্বাসনের পাশাপাশি হাতির অভয়াশ্রম করার জন্য সরকারকে এগিয়ে আসতে হবে।