রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পতি কমিশনে ৫ম বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহষ্পতিবার (১২সেপ্টেম্বর) বেলা ১১টায় রাঙামাটি সার্কিট হাউজের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে প্রধান হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পতি কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার উল হক। এসময় আরো ছিলেন পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পতি কমিশনের সচিব মো. আলী মনছুর ।
এছাড়া কমিশনের সদস্য রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমা, রাঙামাটি চাকমা সার্কেল চীফ ব্যারিষ্টার দেবাশীষ রায়, খাগড়াছড়ি মং সার্কেল চীফ সাচিং প্রু চৌধুরী, বান্দরবান বোমং সার্কেল চীফ উ চ প্রু চৌধূরী, খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়াম্যান কংজেরী চৌধূরী, বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্ণা ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের প্রতিনিধি গোতম কুমার চাকমা উপস্থিত ছিলেন।
বৈঠক সূত্রে জানা যায়, পার্বত্যাঞ্চলের ভূমি বিরোধের যে সব অভিযোগপত্র জমা হয়েছে সে বিষয়ের অভ্যন্তরিক উদ্ভাস্তদেও মধ্যে হইতে কমপেক্ষ ১০০টি অভিযোগ আলোচনায় আনা হয়।
এছাড়া তিন পার্বত্য জেলায় কমিশনের অফিসসহ অন্যান্য বিষয়ে আলোচনা করা হবে। কমিশনের একান্ত বৈঠক শেষে স্থানীয় গণমাধ্যম কর্মীদেও ব্রিফিং দেওয়া হবে বলে জানানো হয়।