রাউজানে আগামী ২১ সেপ্টেম্বর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন উপলক্ষ্যে পাহাড়তলী ইউনিয়ন আওয়ামী লীগের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
১৬ সেপ্টেম্বর সোমবার বিকাল ৫টায় পাহাড়তলী চৌহমুনি বাজারস্থ ব্রাদার্স কনভেনশন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুন নবীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন পাহাড়তলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রোকন উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেবমিত্র বড়ুয়া মাইকেল, শুভেচ্ছা বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সি. সহ সভাপতি তপন কৃষ্ণ ঘোষ, বিশ্বজিৎ দে, যুগ্ম সাধারণ সম্পাদক মো. লোকমান ।
ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. হানিফের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ নেতা দোস্ত মোহাম্মদ খান, ইউনিয়ন আ.লীগের সহ সভাপতি হাজী আমির হোসেন, এম. এন কাশেম, হাজী আমিনুল হক, সাংগঠনিক সম্পাদক ইসমাঈল হায়দর, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মাহফুল হক, সিবিএ নেতা দানু মিয়া, নজরুল ইসলাম চৌধুরী বাচ্চু, আব্দুল করিম চৌধুরী বাবু, নয়ন বশাক, মো. বেলাল উদ্দিন, জানে আলম, শ্যামল বিশ্বাস, রোকন উদ্দিন সিদ্দিকী, সেকান্দর বাদশা, মো. হোসেন, সোহেল, এসএএম রুবেল, সুধীর বড়ুয়া, মেধংকর বড়ুয়া, অর্পিতা মুৎসুদ্দি, উপজেলা যুবলীগের সহ সভাপতি মাসুদ হোসেন রুবেল, সহ সম্পাদক সুজন মল্লিক, ইউনিয়ন যুবলীগের সভাপতি নাহিদ হোসেন, কামরুল ইসলাম, সিরাজুল ইসলাম, শওকত তালুকদার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক নঈম উদ্দিন চৌধুরী, ইমাম গাজ্জালী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি মো. মামুন ওয়াহিদ, সাধারণ সম্পাদক গাজী মুহাম্মদ হাছান প্রমুখ। সভায় আগামী সম্মেলনে অংশ গ্রহণের লক্ষ্য নানা প্রকার সিদ্ধান্ত গৃহীত হয