রাউজান আ.লীগের সম্মেলনের প্রচার উপ পরিষদের সভা

CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

রাউজানে আগামী ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষ্যে গঠিত প্রস্তুতি কমিটির প্রচার উপ পরিষদের সভা জরুরী অনুষ্ঠিত হয়েছে।

১৩ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যা ৬টায় উপজেলার মুন্সির ঘাটাস্থ দলীয় কার্যালয়ে পরিষদের আহ্বায়ক শ্যামল কুমার পালিতের সভাপতিত্বে এ সভা অনুষ্টিত হয়।

পরিষদের সদস্য সচিব সুমন দে এর পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আনোয়ারুল ইসলাম।

সভায় অন্যান্যদের বক্তব্য রাখেন সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য জসিম উদ্দিন চৌধুরী, উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ, সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সাইফুল ইসলাম চৌধুরী রানা, প্রচার উপ পরিষদ সদস্য সারজু মো. নাছের, শওকত হোসেন, সাইফুদ্দীন চৌধুরী সাবু, আব্দুল লতিফ, আহসান হাবীব চৌধুরী হাসান, দিদারুল আলম তপন দে, মোঃ শফিউল আলম, জাহেদুল আলম, হাসান মো. রাসেল,এস এম মহিব উল্ল্যা,জসিম উদ্দিন মুন্না,আসাদ হোসেন, মোঃ আসিফ প্রমুখ।

সভায় সম্মেলনের প্রচার নিয়ে নানা প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

সম্মেলনে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়র মোশাররফ হোসেন এম পি। উদ্বোধন করবেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) এ.বি.এম ফজলে করিম চৌধুরী এম.পি।

বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকশনা সম্পাদক এবং তথ্য মন্ত্রী ড. হাসান মাহমুদ এমপি। প্রধান বক্তা থাকবেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ সালাম।

সম্মেলনের সভাপতিত্ব করবেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক কাজী আবদুল ওহাব।