রাউজান জাতির পিতা বঙ্গবন্ধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (বালক অনূর্ধ্ব-১৭) উদ্বোধনী খেলায় জয়ী হন পাহাড়তলী ইউনিয়ন পরিষদ।
শনিবার ৭ সেপ্টেম্বর বিকাল ৩টায় রাউজান আর.আর.এ.সি সরকারি বিদ্যালয়ের মাঠে উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় আয়োজিত এই টুর্নামেন্ট উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী এমপি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহছানুল হায়দর চৌধুরী বাবুল, আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আনোয়ারুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ, উপজেলা সিনিয়র সহকারী কমিশনার (ভূমি) এহসান মুরাদ,পৌর প্যানেল মেয়র বশির উদ্দিন খান, স্বাস্থ্য কর্মকর্তা মনোয়ার হোসেন, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, আব্বাস উদ্দিন আহম্মদ, রোকন উদ্দিন, বি.এম.জসিম উদ্দিন হিরু, তছলিম উদ্দিন,সৈয়দ আব্দুল জব্বার সোহেল, যুব উন্নয়ন কর্মকর্তা শাহ- ই-জাহান, সাবেক প্রকৌশলী কামাল উদ্দিন প্রমুখ ।
উদ্বোধনী দিনে প্রথম খেলায় পাহাড়তলী ইউনিয়ন দল উরকিরচর ইউনিয়ন দলকে ১-০ গোলে এবং পৌরসভা-২ দল নোয়াজিসপুর ইউনিয়ন দলকে ২-০ গোলে পরাজিত করেন।
খেলে শেষে কৃতি খেলোয়ারদের হাতে পুরস্কার তুলে দেন সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী।