রাউজানে আ.লীগের সম্মেলন : ওহাব সভাপতি ও কফিল সম্পাদক নির্বাচিত

CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

রাউজানে দীর্ঘ সাত বছর পর বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হল উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। শনিবার (২১ সেপ্টেম্বর) বিকাল তিনটায় রাউজান সরকারি কলেজের মাঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন বেলুন এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়।

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে উপস্থিত সকল কাউন্সিলরের সর্বসম্মতি ক্রমে মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওহাবকে সভাপতি ও অধ্যক্ষ কফিল উদ্দিনকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করে ৭১ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা দেন জেলার সাধারণ সম্পাদক এম.এ. সালাম।

এর আগে প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়র মোশাররফ হোসেন এম পি। উদ্বোধক ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও স্থানীয় সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি।

সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওহাবের সভাপতিত্বে ও সচিব আনোয়ারুল ইসলাম সঞ্চালনায় সভায় প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.এ. সালাম।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও রাউজান উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সাংসদ পুত্র ফারাজ করিম চৌধুরী।

এছাড়াও সম্মেলনে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ, মহিলা লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্মেলনে একটি স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয় ও রাউজান আওয়ামী লীগের একটি প্রামাণ্য তথ্যচিত্র প্রদর্শন করা হয়।