রাউজানে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত আট পরিবারকে নগদ অর্থ ও টিন প্রদান করেছেন উপজেলা প্রশাসন। ৭ সেপ্টেম্বর শনিবার বিকাল পাঁচটায় উপজেলা প্রশাসনিক ভবন চত্ত্বরে সাম্প্রতিককালে বিভিন্ন এলাকায় সংঘটিত অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে দুই বান্ডিল টিন ও নগদ ছয় হাজার টাকা করে তুলে দেন স্থানীয় সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী।
দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রাণলয়ের একটি প্রকল্পের আওতায় এসব গৃহ নির্মাণ মঞ্জুরী বিতরণ করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আনোয়ারুল ইসলাম, উপজেলা সিনিয়র সহকারী কমিশনার (ভূমি) এহসান মুরাদ, প্রকল্প কর্মকর্তা নিয়াজ মোরশেদ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কেপায়েত উল্লাহসহ স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ।