যুক্তরাষ্ট্রে মোদি-ইমরানের অভ্যর্থনায় বিরাট ফারাক

CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

জাতিসংঘের সাধারণ পরিষদের ৭তম সভায় যোগ দিতে বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তবে বৈরী প্রতিবেশী দুই দেশের রাষ্ট্রপ্রধানের মার্কিন যুক্তরাষ্ট্রে অভ্যর্থনায় বিরাট পার্থক্য দেখা যাচ্ছে।

ভারতীয় গণমাধ্যমে খবর, মার্কিন যুক্তরাষ্ট্রে বিমানবন্দর থেকে নামার পর নরেন্দ্র মোদিকে অভ্যর্থনা জানানো হয়েছে রেড কার্পেটে। তার হাতে পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানান মার্কিন কর্মকর্তারা। অন্যদিকে, ইমরান খানের রেড কার্পেট জোটেনি। ডোর ম্যাটেই সন্তুষ্ট থাকতে হয়েছে তাকে।

শুধু তাই নয়, নরেন্দ্র মোদিকে অভ্যর্থনা জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবসা ও আন্তর্জাতিক বিষয়ক ডিরেকটর ক্রিস্টোফার অলসন ও মার্কিন রাষ্ট্রদূত কিনিথ জাস্টার ও অন্যান্য কর্মকর্তারা। অন্যদিকে, কিন্তু ইমরান খানকে অভ্যর্থনা জানানোর জন্য মার্কিন কর্মকর্তাদের কেউ ছিলেন না। বিমানবন্দরে তাকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত পাকিস্তানের প্রতিনিধি মালিহা লোধি।