মিরসরাইয়ে বঙ্গবন্ধু ও ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

মিরসরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম খেলায় করেরহাট ইউনিয়ন ফুটবল একাদশ জয়লাভ করেছে।

বুধবার (১১ সেপ্টেম্বর) বিকেলে মিরসরাই স্টোডিয়ামে টুর্নামেন্টের প্রথম খেলায় ধুম ইউনিয়ন পরিশদকে ৩-০ গোলের পরাজিত করে।

প্রথম খেলায় উপস্থিত ছিলেন, সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের বড় ছেলে সাবেদ-উর-রহমান সুমু, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য মিরসরাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আতাউর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন, ভাইস চেয়ারম্যান আলা উদ্দিন, উপজেলা মাধ্যমিক কর্মকার্তা হুমায়ুন কবির খান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক জহির উদ্দিন ইরান, সাংগঠনিক সম্পাদক ও করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, ওয়াহেদপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ফরিদুল হাসান টিপু, ধুম ইউনিয়ান চেয়ারম্যান আবুল খায়ের মোঃ জাহাঙ্গীর ভূঁইয়া, ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল কবির ফিরোজ, দূর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান বিপ্লব, মিরসরাই পৌরসভা সাবেক মেয়র এম. শাহজাহান, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি সিরাজ উদ দৌলা, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফরহাদ হোসাইন।