মিরসরাইয়ে স্বেচ্ছাসেবী সংগঠন “সুপ্ত প্রতিভার” মেধাবৃত্তি ও পুরস্কার অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শুক্রবার ৬ সেপ্টেম্বর বিকালে সংগঠনের সভাপতি ফজলুল করিম শাকিলের সভাপতিত্বে, সুপ্ত প্রতিভার প্রতিষ্ঠাতা আল শাহারিয়া হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন,কুমিল্লা কাস্টমসের সহকারী কমিশনার ও বিভাগীয় কর্মকর্তা কামরুল ইসলাম চৌধুরী,বিশেষ অতিথি সংগঠনের আজীবন সদস্য উপজেলা ছাত্রলীগের সহসভাপতি রিয়াজ বিন আলী, ব্যবসায়ী কামরুল হাসান মুরাদ প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মিরাজ উদ্দিন মিশন, সাবেক সাধারণ সম্পাদক শামীম ওসমান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক হৃদয় দে, হাসান ইবনে শরীফ সাইমন উদ্দিন, জিয়াউল হোসেন প্রমুখ।
এ সময় ১০ জন শিক্ষার্থীকে ট্যালেন্ট পুলে ৯১ জনকে শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি প্রদানের পাশাপাশি শিক্ষা সামগ্রী, সনদ ও সম্মাননা স্বারক প্রদান করা হয়।