মামার বাড়িতে বেড়াতে গিয়ে লাশ হয়ে ফিরলো আনন্দ

CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

সন্দ্বীপে মামার বাড়িতে বেড়াতে গিয়ে বেপরোয়া গতিতে ধেয়ে আসা ট্রাক চাপায় এক কিশোরের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরেকজন মারাত্মক ভাবে আহত হয়েছে। নিহত কিশোরের নাম আনন্দ জলদাশ (১৪)।

রবিবার দুপুর ৩ টায় গাছুয়া ৫ নং ওয়ার্ডের জেলেপাড়া সংলগ্ন বেড়িবাঁধ এলাকার রাস্তায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার বিকাল ৩ টায় আনন্দ জলদাশ ও তার ফুফাতো ভাই অমর জলদাশ রাস্তার পাশে সাইকেল চালাচ্ছিল। এমন সময় বেড়ীবাঁধের ভিতর থেকে মাটির জন্য যাওয়া দ্রুত গতির একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে আনন্দ জলদাশের মাথা থেতলে যায়। অমর জলদাশের মাথা,হাত,পা ও বুকে মারাত্মক ভাবে আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত গাছুয়া সরকারি হাসপাতালে নিয়ে যায়। পরে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানেই তার মৃত্যু হয়।

পুলিশ ঘাতক ট্রাকটি আটক করতে পারেনি।

খোজ নিয়ে জানা যায়, ট্রাকটি সন্তোষপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মোঃ সুমনের। নিহত আনন্দ জলদাশ সারিকাইত ৫ নং ওয়ার্ডের শিরোমণি সর্দারের বাড়ির প্রবাসী গৌরাঙ্গ জলদাশের পুত্র। সে গাছুয়া তার মামার বাড়িতে বেড়াতে গিয়েছিল।

সন্দ্বীপ থানার পুলিশের ওসি শেখ শরিফুল আলম জানান, ঘাতক ট্রাকটি আটকের চেষ্টা চলছে। ভুক্তভোগীরা মামলা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তবে নিহতের স্বজনদের অভিযোগ, ট্রাকের মালিকের পক্ষ থেকে টাকা দিয়ে ঘটনাটির আপোষ নিষ্পত্তির জন্য প্রভাবশালীদের দিয়ে চাপ দেওয়া হচ্ছে।