রাঙ্গুনিয়ায় হেফাজত ইসলাম বাংলাদেশ’র আমীর আল্লামা শাহ আহমদ শফি বলেন, ‘কারও গীবত বা পরনিন্দা করা ভাল না। এক শ্রেণির মানুষ আছে, আমি যা বলি তারা তা পত্রিকায় লিখে না। তারা অন্য একটা বানিয়ে লিখে প্রচার-প্রসার করে। এভাবে মানুষের নামে মিথ্যা অপবাদ দিবেন না।’
সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকালে উপজেলার গোডাউন মোহাম্মদপুর এলাকায় নব প্রস্তাবিত “জামিয়াতুশ শায়ক আল্লামা আহমদ শফি আল ইসলামিয়া মাদ্রাসার” ভিত্তিপ্রস্তর স্থাপন ও দোয়া মাহফিল উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
মাওলানা ইছহাখ নূর’র সভাপতিত্ব সভায় বিশেষ অতিথি ছিলেন মজলিশে দাওয়াতুল হক বাংলাদেশের আমীর এবং ঢাকা যাত্রাবাড়ী মাদ্রাসার মুহতামিম মুহিউচ্ছুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান, আল্লামা মুফতি ফয়জুল্লাহ, হাফেজ শাহাদাত হোসেন, মাওলানা সুলতান শাহ, মাওলানা আনাচ মাদানী, মাওলানা মো. মুছা, মাওলানা আবদুস সাত্তার, মাওলানা মো. নুরুল্লাহ, মাওলানা মঈনুদ্দীন রূহী, ক্বারী মোহাম্মদ ইসমাঈল, ক্বারী মোহাম্মদ শওকত আলী, মাওলানা নেছার আহমদ শাহ, মাওলানা নুরুল আজিম, মাওলানা সিরাজ-উদ-দ্দৌলা, মাওলানা মুবিনুল হক প্রমুখ।