সরকার ‘পালেরমো প্রোটোকল’ অনুসমর্থনের সিদ্ধান্ত নেওয়ায় বাংলাদেশ শিগগিরই মানবপাচারকারীদের বিরুদ্ধে ‘ধারাবাহিক পদক্ষেপ’ নেওয়া শুরু করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মো. শহিদুল হক।
রোববার ঢাকায় এক অনুষ্ঠানে তিনি বলেন, আইনগতভাবে কার্যকর যোগ্য এই প্রটোকলের অনুসমর্থনের নথি জাতিসংঘে পাঠানো হয়েছে।
মানবপাচারকারীদের বিরুদ্ধে আইন প্রয়োগে সরকারের উপর যুক্তরাষ্ট্রের চাপ দেওয়ার পটভূমিতে পররাষ্ট্র সচিবের এ মন্তব্য এলো।
মানবপাচার বিষয়ে সমন্বিত উদ্যোগের বিষয়ে কর্মশালার উদ্বোধনের সময় শহিদুল বলেন, দেখবেন হঠাৎ করে বিভিন্ন মন্ত্রণালয় এটি নিয়ে ধারাবাহিক পদক্ষেপ নেওয়া শুরু করেছে।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম), যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগে কর্মশালায় জাতিসংঘের আবাসিক সমন্বয়ক মিয়া সেপ্পো ও যুক্তরাষ্ট্রের দূতাবাসের রাজনৈতিক কাউন্সিলর ব্রেন্ট ক্রিস্টেনসেন উপস্থিত ছিলেন।