মাতাপিতাই পারে সন্তানকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করতে গড়ে তুলতে,প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যাক্তি জীবনে উন্নতি ঘটালেও সমাজ আর সামগ্রিক উন্নতিতে পারিবারিক শিক্ষার কোন বিকল্প নেই। আর পারিবারিক শিক্ষা তথা নীতি নৌতিকতা শুধু আদর্শ মাতাপিতাই সন্তানকে দিয়ে থাকে, বিজ্লী ক্লাবের ১০ম বৃত্তি পরীক্ষার পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে এ সব কথা বলেন সংবর্ধিত অতিথি মিরসরাই উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জসিম উদ্দীন। ক্লাবের সভাপতি ইমাম হোসেনের শুভেচ্ছা বক্তব্যের মধ্যদিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে শিক্ষা
সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আরিফুল ইসলাম জুয়েলের সন্ঞ্চালনায় এবং উপজেলা যুবলীগের আহবায়ক মোস্তফা মানিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন,কুমিল্লা কাস্টমসের সহকারী কমিশনার ও বিভাগীয় কর্মকর্তা কামরুল ইসলাম চৌধুরী,সংবর্ধিত অতিথি উপজেলা ভাইস চেয়ারম্যান আলা উদ্দীন,সংবর্ধিত মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা ফেন্সী, বিশেষ অতিথি উপজেলা আওয়ামীলীগ যুবলীগের সদস্য মেজবাউল আলম,শান্তিনীড় সভাপতি আশরাফ উদ্দীন, উওর জেলা ছাত্রলীগের সভাপতি তানভির হোসেন তপু,উপজেলা ছাত্রলীগের সহসভাপতি রিয়াজ বিন আলী ছাড়াও ক্লাবের সাধারন সম্পাদক ফজলুল করিম নয়ন,অর্থ সম্পাদক সাইদুল ইসলাম, ক্রীড়া সম্পাদক হাছান শাকিল, প্রচার সম্পাদক আবদুল্লাহ আল নাঈম,পাঠাগার সম্পাদক সাখাওয়াত হোসেন,সমাজসেবা সম্পাদক ছায়েদ মাহমুদ সহ প্রমুখ।
এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৯ জন শিক্ষার্থী ট্যালেন্টফুল এবং ৭০ জন শিক্ষার্থী সাধারণ গ্রেডে ১০ম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি প্রাপ্ত হয় এবং ঐতিহ্যবাহী এ ক্লাবের পক্ষ থেকে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ,ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়।