কক্সবাজারের মহেশখালী উপজেলার কালামারছড়া ইউনিয়নের আধারঘোনা গ্রামে ঘরের দেওয়াল ধসে পড়ে সোনিয়া আক্তার নামের এক কন্যা শিশু নিহত হয়েছে।
সে ওই এলাকার মোঃআব্দুল গফুর এর মেয়ে।
প্রবল বর্ষণের কারনের ঘরের মাটির দেওয়াল ধসে পড়ে এ দুর্ঘটনাটি ঘটেছে ১১সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টার সময়।
নিহত সোনিয়া আক্তারের এক ছোট ভাইও আহত হয়েছে। তাকে প্রথমে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজারের প্রেরণ করা হয়েছে।
এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন কালারমারছড়ার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তারেক বিন শরীফ।