আগামীকাল মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) থেকে ফটিকছড়িতে শুরু হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট (বালক, অনূর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট (বালিকা, অনূর্ধ্ব-১৭) এর উদ্বোধনী খেলা।
উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থা কর্তৃক আয়োজিত উপজেলা পর্যায়ের এ টুর্ণামেন্ট ফটিকছড়ি করোনেশন উচ্চ বিদ্যালয় মাঠে আগামীকাল (বুধবার) দুপুর ২টায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ সায়েদুল আরেফিন আনুষ্ঠানিকভাবে এ খেলার উদ্বোধন করবেন।
এতে প্রতিদন্ধিতা করবে নাজিরহাট পৌরসভা বনাম পাইন্দং ইউনিয়ন একাদশ। একই সময়ে উপজেলার আরো দুটিসহ মোট তিনটি ভেন্যুতে খেলা শুরু হবে।
নানুপুর আবু ছোবহান উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিদন্ধিতা করবে ধর্মপুর ইউনিয়ন বনাম রোসাংগিরী ইউনিয়ন একাদশ এবং ভূজপুর ন্যাশনাল স্কুল এন্ড কলেজ মাঠে প্রতিদন্ধিতা করবে বাগান বাজার ইউনিয়ন বনাম সুয়াবিল ইউনিয়ন একাদশ।