মক্কায় আল হারামাইন প্রবাসী গ্রুপের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

দেশ ও জাতির সূর্য সন্তান লোহাগাড়া উপজেলার বেশ কয়েকজন সৌদি প্রবাসীরা আগামীর ভবিষ্যৎ চিনতা নিয়ে গত একবছর গঠিত একুশ সদস্যর অন্যতম আর্থিক সংগঠন “আল হারামাইন প্রবাসী গ্রুপ” মক্কায় মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

গত ১৯-সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত সাড়ে ১১-টার সময় পবিত্র নগরীর হোটেল লুলু আল সুরুক হল রুমে আল হারামাইন প্রবাসী গ্রুপের চেয়ারম্যান এনামুল হক এনামের সভাপতিত্বে- গ্রুপের মাসিক অর্থ সংগ্রহ, ব্যাংক, পূর্ণাঙ্গ গণতন্ত্র বাস্তবায়ন-সহ আগামীর ভবিষ্যৎ নিয়ে শুরুতে উপস্থাপন করেন হারামাইন গ্রুপের অর্থ সম্পাদক ও বিশেষ দায়িত্বপ্রাপ্ত মোঃ-কুতুব উদ্দিন।

এ মাসিক সাধারণ সভার আলোচনায় অংশ নেন, আল হারামাইন প্রবাসী গ্রুপের ভাইস-চেয়ারম্যান সাংবাদিক খলিল চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক মোঃ-লোকমান হাকিম ও গ্রুপের সহ-অর্থ সম্পাদক তারেক আজিজ চৌধুরী। অন্যদের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন, আল হারামাইন প্রবাসী গ্রুপের ডাইরেক্টার যথাক্রমে, ওয়াহেদুল ইসালম সুজন, মোঃ-নুরুল আমিন, মুহাম্মদ সেলিম উদ্দিন, ফরহাদ হোসেন রেজা, আসাদুজ্জামান রিয়াদ, মোঃ-আবুবক্কর ছিদ্দিক ও ইয়াছিন আরফাত।

শেষে আল হারামাইন প্রবাসী গ্রুপের সকল ডাইরেক্টার সুস্থতা কামনা করে দেশ ও প্রবাসীদের কল্যাণে মোনাজাত করেন, মুহাম্মদ লোকমান হাকিম।