মাইজভান্ডার দরবার শরীফের আধ্যাত্মিক ও সমাজ সেবামূলক যুব সংগঠন মইনীয়া যুব ফোরাম চট্টগ্রাম উত্তরজেলা কমিটি গঠিত হয়েছে।
সম্প্রতি মাইজভান্ডার দরবারের গাউছিয়া রহমানিয়া মইনীয়া মঞ্জিলে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে এই কমিটি গঠন করা হয়।
মইনীয়া যুব ফোরাম রাঙ্গুনিয়া, ফটিকছড়ি, হাটহাজারী, রাউজান ও সীতাকুণ্ড শাখার সমন্বয়ে অনুষ্ঠিত কাউন্সিলে সভাপতিত্ব করেন মইনীয়া যুব ফোরামের পৃষ্টপোষক ও প্রতিষ্ঠাতা পীরে তরিকত্ব হযরত আলহাজ্ব মাওলানা শাহ সুফি সৈয়দ সাইফুদ্দিন আহমেদ আল হাসানী ওয়াল হোসাইনী আল মাইজভান্ডারী (মা.জি.আ)।
সভায় সর্বসম্মতিক্রমে রাঙ্গুনিয়া উপজেলার মোহাম্মদ আকবর হোসেন রুবেলকে সভাপতি ও ফটিকছড়ির মাহবুবুর রহমান আপন কে সাধারণ সম্পাদক করে, রাঙ্গুনিয়ার মোহাম্মদ ইউসুফ কে সাংগঠনিক সম্পাদক ও সীতাকুণ্ড উপজেলার মোহাম্মদ রাসেলকে অর্থ সম্পাদক হিসেবে নাম উল্লেখ করে তিনি পূর্নাঙ্গ কমিটির নামের তালিকা ঘোষনা করেন।