কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক এলাকা থেকে মধ্যবয়সী এক মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার বেলা সাড়ে বারোটায় মইজ্জ্যারটেক এলাকার ড্রেনের উপর থেকে এ লাশ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানিয়েছেন, ‘মহিলাটি প্রায় সময় রাস্তায় ঘুরাফেরা করতো। ড্রেনের উপর লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মহিলার লাশ উদ্ধার করে। তবে এখনো পর্যন্ত তার পরিচয় মেলেনি।
কর্ণফুলী থানার উপ পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানিয়েছেন, ‘লাশটি ড্রেনের উপর পরে থাকা অবস্থায় পাওয়া গেছে। মহিলাটির বয়স আনুমানিক ৫০ বছর হবে। তার মাথায় জখম রয়েছে। ধারনা করা হচ্ছে মাথা ঘুরিয়ে পরে যাওয়ার কারনে মহিলাটির মৃত্যু হতে পারে।
ময়না তদন্তের জন্য লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। এ বিষয়ে থানায় ইউডি মামলার প্রস্তুতি চলছে।