ভুয়া সাংবাদিকের বিরুদ্ধে আইনজীবী সমিতির মামলা

আটককৃত দুই ভুয়া সাংবাদিক
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

সাংবাদিক পরিচয় দিয়ে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতির কাছ থেকে ইন্টারভিউ’র নামে প্রতারনা করতে এসে আদালতে টাউট উচ্ছেদ কমিটির হাতে ধরা পড়লো দুই ভুয়া সাংবাদিক।

কাজী জাহাঙ্গীর ও শেখ নজরুল ইসলাম নামের এই দুই ব্যক্তি নিজেদেরকে আমার বাংলা টিভি ও দৈনিক সন্ধ্যাবানী পত্রিকার সাংবাদিক এবং নিরাপদ সড়ক চাই এবং মানবাধিকার সংস্থা আসক এর মানবাধিকার কর্মীর পরিচয় দিলেও পরে খবর নিয়ে জানা যায় তারা প্রকৃতপক্ষে ভুয়া সাংবাদিক। এই দুইজন দীর্ঘদিন ধরে আদালতে আসা সাধারন মানুষকে হয়রানী করছিল বলে অভিযোগ রয়েছে।পরে বিষয়টি কোতোয়ালী থানাকে অবহিত করা হলে পুলিশ এসে তাদেরকে আটক করে কোতোয়ালী থানায় নিয়ে যায়।

চট্টগ্রাম আইনজীবী সমিতির নির্বাহি কমিটির সদস্য ও টাউট উচ্ছেদ কমিটির সদস্য এডভোকেট আফজাল হোসেন বাদী হয়ে আটককৃত ২জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন বলে আইনজীবী সমিতি থেকে জানানো হয়েছে।

বান্দরবান জেলার গোলাম কিবরিয়া সুমন নামের এক ভুক্তভোগি সিপ্লাসকে বলেন, মিথ্যা প্রলোভন দেখিয়ে ও একজনকে চাকুরীর দেওয়ার কথা বলে ২ লক্ষ হাতিয়ে নিয়েছে পাশাপাশি খালি স্টাম্পে সাক্ষর নিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবী করে আসছিল। চাঁদা না দিলে মিথ্যা মামলায় ফাঁসানোসহ হত্যার হুমকি দেন। এ ব্যাপারে চান্দগাঁও থানায় অভিযোগ করেও কোন প্রতিকার পাননি বলে জানান তিনি।

এ ব্যাপারে জানতে চাইলে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.মহসীন সিপ্লাসকে বিষয়টি নিশ্চিত করে বলেন, আইন অনুযায়ী  তাদের কোর্টে প্রেরণ করা হবে।