ভারত মহাসাগরে সাত চীনা যুদ্ধ জাহাজ

সংগৃহীত ছবি
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

ভারত মহাসাগরে ভারতীয় জলসীমার থেকে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে ঘোরাফেরা করছে সাতটি চীনা যুদ্ধ জাহাজ। এমনই তথ্য পেয়েছে নয়াদিল্লি।

সম্প্রতি ভারতীয় নৌবাহিনীর হাতে যে তথ্যপ্রমাণ এসেছে তাতে আশংকা জোরালো হচ্ছে যে, অ্যাডেন উপসাগরে জলদস্যু দমনের নামে ভারত মহাসাগর অঞ্চলে কৌশলে প্রভাব বিস্তার করতে চাইছে চীন।

এ ব্যাপারে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ভারত মহাসাগরে ভারতীয় বিশেষ ব্যবসায়িক এলাকা ও আঞ্চলিক জলসীমার কাছাকাছি চীনা যুদ্ধ জাহাজগুলোকে ঘোরাফেরা করতে দেখা গেছে।

এই ছবি ধরা পড়েছে ভারতের পি-৮১ অ্যান্টি সাবমেরিন নজরদারি বিমানের মাধ্যমে। চীনা যুদ্ধজাহাজের সঙ্গে রয়েছে ল্যান্ডিং প্ল্যাটফর্ম ডক ও উভচর যানও।