রাজশাহীর চারঘাট উপজেলার বড়াল নদীর স্লুইসগেইটে ভেসে এসেছে কয়েকটি গলিত লাশ।
চারঘাট থানার ওসি সমিত কুমার কুণ্ডু জানিয়েছেন, চারটি গলিত লাশ ভাসার খবর পেয়ে স্লুইসগেইট এলাকায় পুলিশ পাঠিয়েছেন তিনি। কচুরিপানায় আটকে থাকা তিনটি লাশের বিষয়ে তারা নিশ্চিত হতে পেরেছেন। অন্যটির বিষয়ে নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে।
স্থানীয়রা জানান, বড়াল নদীর পদ্মার মহনায় স্লুইসগেটের কাছে শুক্রবার সকালে লাশ দেখে ভিড় জমে যায়। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে উদ্ধার কাজ শুরু করে।
ওসি বলেন, “একটি মরদেহ স্লুইসগেটের ভেতরে আটকে আছে।বাকিগুলো কচুরিপানার মধ্যে। স্থানীয়রা দুটো পুরুষ আর দুটো নারীর লাশের কথা বলছে। তবে বয়স বা পরিচয় বোঝা কঠিন। লাশগুলো পচে যাওয়ায় ঠিকমতো চেনা যাচ্ছে না।”
কোথায় কীভাবে তাদের মৃত্যু হয়েছে, সে বিষয়ে কোনো ধারণা এখনও পায়নি চারঘাটের পুলিশ। তবে ওসি বলছেন, বরাল যেখানে পদ্মায় মিশেছে, তার ওপারেই ভারত। হয়ত উজান থেকেই লাশগুলো ভেসে এসেছে।