ব্রাজিলে হাসপাতালে অগ্নিকাণ্ডে নিহত ১১

CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

ব্রাজিলের রিওডি জেনিরোতে একটি হাসপাতালে অগ্নিকাণ্ডে ১১ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে বেসরকারি বাদিম হাসপাতালে এ আগুন লাগে। খবর বিবিসির।

জেনারেটরের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ মনে করছে।

ফায়ার সার্ভিসকর্মীরা কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

তবে নাশকতার বিষয়টি উড়িয়ে দিচ্ছেন না রিওডি জেনিরো সিটি মেয়র।

নগরীর ফরেনসিক ইনস্টিটিউট বলছে, নিহতের অধিকাংশের বয়স ৬৬ কিংবা তারচেয়ে বেশি। তাদের অনেকেই নিবিড় পরিচর্যাকেন্দ্রে ছিলেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন লাগার সময় সেখানে ১০২ রোগী ছিলেন। তাদের উদ্ধারে সহায়তার জন্য ১০০ চিকিৎসক কাজ করেন। রোগীদের মধ্যে ৭৭ জনকে অন্য হাসপাতালে এবং ১৪ জনকে বাড়ি পাঠিয়ে দেয়া হয়েছে।