বোয়ালখালী প্রতিনিধিঃ পূর্বাশার আলো বোয়ালখালী পৌরসভা শাখার আয়োজনে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
মঙ্গলবার (২৬ এপ্রিল)উপজেলার খায়ের ভান্ডার দরবার প্রাঙ্গণে পৌরসভার সভাপতি মো.তাজুল ইসলাম মানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার সৈয়দ মোরশেদ উল্লাহ্, উদ্বোধক ছিলেন বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক মোঃ সিরাজুল ইসলাম, প্রধান বক্তা ছিলেন পৌরসভা আ.লীগ নেতা ও পূর্বাশার আলো’র শুভাকাঙক্ষী বেলাল মোহাম্মদ সাইফুদ্দিন, বিশেষ বক্তা ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা আতিকুর রহমান আতিক, ফুজিরা যুবলীগের সভাপতি মো ফরিদুল আলম, দিদারুল আলম।
সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ আরমান এর সঞ্চালনায় বক্তব্য দেন – দক্ষিণ জেলা শাখার সভাপতি মোঃ সেলিম, আবু জুবাইর রিয়াজ, আকতার হোসেন, বিজয় টিভির – বোয়ালখালী প্রতিনিধি মোঃ নাঈম উদ্দীন, বোয়ালখালী উপজেলা শাখার সভাপতি মোঃ সাইফুদ্দিন খালেদ, সাধারণ সম্পাদক মোঃ ইয়াছিন চৌধুরী মিন্টু, বোয়ালখালী পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন জিহাত বাবলু, মাওলানা শফিউল আলম, রশিদ আহমদ খান। উপস্থিত ছিলেন মোঃ পারভেজ, মো.হোসেন, মো.বাদশা, মোঃ মোরশেদ, মোঃ জাবেদ আলম, নাজমুল আলম রিদয়, মোঃ রিদুয়ান হোসেন, মো. মিজান, আজাদ হোসেন প্রমুখ।
ইফতারের পূর্বে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন- পূর্ব কধুরখীল হাই স্কুলের সহকারি প্রধান শিক্ষক হাজি আবু নাছের।