বোয়ালখালীতে এক নারীকে উত্যক্ত করার অভিযোগে সারোয়াতলী ইউনিয়নের উদ্যোক্তা এলাকাবাসির হাতে গনধোলই শিকার হয়েছে। অাজ৮ অাগস্ট, শনিবার দুপুরে উপজেলার সারোয়াতলী ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে । নারী উত্যক্তকারি সাইদুল হক শিমুল সারোয়াতলী ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা হিসেবে কর্মরত আছেন। তিনি বেঙ্গুরা রহিম বক্সের বাড়ীর শাহ আলমের ছেলে । ভুক্তভোগী নারীর পরিবার সূত্রে জানা যায়, জন্মনিবন্ধন করতে ইউনিয়ন পরিষদে গেলে ব্যক্তিগত মোবাইল নাম্বার চায় শিমুল । এরপর থেকে বিভিন্ন সময় নানাভাবে উত্যক্ত করতে থাকে ।
গতকাল দুপুরে ওই নারীর স্বামী ইউনিয়ন পরিষদের অফিসে গিয়ে কৈফিয়ত চাইলে ক্ষিপ্ত হয়ে উঠে শিমুল । এসময় উত্তম মধ্যম দেয় উপস্থিত এলাকাবাসী । সারোয়াতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলাল হোসেন জানান, অামি তাকে বারবার সতর্ক করেছে । গতকাল একটি শালিশী বৈঠক চলাকালে শোরগোলে শুনতে পাই । পরে উভয় পক্ষ থানায় গিয়েছে বলে শুনেছি ।
এ ঘটনায় পরিষদের কম্পিউটার সহ আসবাবপত্র ক্ষতিগ্রস্থ হয়েছে । বোয়ালখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এস এম সেলিম জানান উভয় পক্ষ এ ব্যাপারে থানায় কোন অভিযোগ দায়ের করেনি । স্থানীয় ভাবে আপোষ মীমাংসার করার লিখিত অঙ্গীকার প্রদান করেছে। বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ শেখ মো. নেয়ামত উল্লাহ পিপিএম জানান এ ঘটনায় কোন পক্ষ অভিযোগ দায়ের করেনি । উপজেলা ভাইস চেয়ারম্যান এস এম সেলিমের নেতৃত্বে স্থানীয়ভাবে আপোষ মীমাংসার মুচলেখা দিলে ভাইস চেয়ারম্যানের জিন্মায় দেয়া হয় ।