বোয়ালখালীতে নারী উত্যক্তকারিকে গনধোলাই

CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

বোয়ালখালীতে এক নারীকে উত্যক্ত করার অভিযোগে সারোয়াতলী ইউনিয়নের উদ্যোক্তা এলাকাবাসির হাতে গনধোলই শিকার হয়েছে। অাজ৮ অাগস্ট, শনিবার দুপুরে উপজেলার সারোয়াতলী ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে । নারী উত্যক্তকারি সাইদুল হক শিমুল সারোয়াতলী ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা হিসেবে কর্মরত আছেন। তিনি বেঙ্গুরা রহিম বক্সের বাড়ীর শাহ আলমের ছেলে । ভুক্তভোগী নারীর পরিবার সূত্রে জানা যায়, জন্মনিবন্ধন করতে ইউনিয়ন পরিষদে গেলে ব্যক্তিগত মোবাইল নাম্বার চায় শিমুল । এরপর থেকে বিভিন্ন সময় নানাভাবে উত্যক্ত করতে থাকে ।

গতকাল দুপুরে ওই নারীর স্বামী ইউনিয়ন পরিষদের অফিসে গিয়ে কৈফিয়ত চাইলে ক্ষিপ্ত হয়ে উঠে শিমুল । এসময় উত্তম মধ্যম দেয় উপস্থিত এলাকাবাসী । সারোয়াতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলাল হোসেন জানান, অামি তাকে বারবার সতর্ক করেছে । গতকাল একটি শালিশী বৈঠক চলাকালে শোরগোলে শুনতে পাই । পরে উভয় পক্ষ থানায় গিয়েছে বলে শুনেছি ।

এ ঘটনায় পরিষদের কম্পিউটার সহ আসবাবপত্র ক্ষতিগ্রস্থ হয়েছে । বোয়ালখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এস এম সেলিম জানান উভয় পক্ষ এ ব্যাপারে থানায় কোন অভিযোগ দায়ের করেনি । স্থানীয় ভাবে আপোষ মীমাংসার করার লিখিত অঙ্গীকার প্রদান করেছে। বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ শেখ মো. নেয়ামত উল্লাহ পিপিএম জানান এ ঘটনায় কোন পক্ষ অভিযোগ দায়ের করেনি । উপজেলা ভাইস চেয়ারম্যান এস এম সেলিমের নেতৃত্বে স্থানীয়ভাবে আপোষ মীমাংসার মুচলেখা দিলে ভাইস চেয়ারম্যানের জিন্মায় দেয়া হয় ।