বোয়ালখালী প্রতিনিধি: বোয়ালখালীতে অস্ত্রের মুখে জিম্মি করে ৭টি গরু লুটের ঘটনা ঘটেছে।
শনিবার (২৬ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার শেখ চৌধুরী পাড়ার চৌধুরী বাড়ীতে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত শাহাজাহান চৌধুরীর ছেলে মোঃ রেজাউল জানান, রাত সোয়া দুইটার সময় মোঃ শাহজাহান চৌধুরীর গোয়াল ঘর থেকে ২টি ও আবুল কাশেম চৌধুরীর গোয়াল ঘর থেকে ৫টি দেশীয় জাতের গরু মিনি ট্রাকে তুলে নিয়ে গেছে অস্ত্রধারী লোকেরা।
থানার পরিদর্শক (ওসি তদন্ত) মো.মহিউদ্দিন সুমন জানান, গরু চুরির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। গরু গুলো উদ্ধারের চেষ্টা চলছে।