বোয়ালখালীতে ভাগিনার চুরিকাঘাতে আহত হয়েছে মামা । ১৭ সেপ্টেম্বর সন্ধ্যা ৭ টায় বোয়ালখালী উপজেলা সদরের মীর পাড়া আবদুল হাকিমের বাড়ীতে এ ঘটনা ঘটে । ভাগিনা মো. সেকান্দরকে আটক করেছে পুলিশ ।
আহত মো. জালাল (৫০) উপজেলা সদরের মীর পাড়ার আবদুল হাকিমের বাড়ীর মৃত আবদুল হাকিমের ছেলে । তাকে হাসপাতালে আনা হলে গুরুতর আহত হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরন করেন কর্তব্যরত চিকিৎসক ডা. শান্তনু । আকটকৃত মো. সেকান্দর নগরীর আলকরণ ১ নং গলির জাগের হোসেনের ছেলে । আহত মো. জালাল ও সেকান্দরকে হাসপাতলে আনা হলে তাঁদের চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে বলে জানান উপ সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার বিপ্লব চৌধুরী ।
স্থানীয়রা জানান জালালের স্ত্রীর সাথে ভাগিনা সেকান্দরের অশোভন আচরনে প্রতিবাদ করলে সেকান্দর জালালে পেটে চুরিকাঘাত করে । এতে গুরুতর আহত হন জালাল ।
বোয়ালখালী থানার পুলিশ পরিদর্শক নাজমুল হুদা জানান এ ঘটনায় সেকান্দরকে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে । বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ শেখ নেয়ামত উল্লাহ পিপিএম জানান এ ঘটনায় কোন অভিযোগ পাওয়া যায়নি । অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে ।