বোয়ালখালীতে নিখোঁজ রুপমের লাশ উদ্ধার

CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

বোয়ালখালীতে নিখোঁজ রূপম বিশ্বাস (৫০) এর লাশ পুকুর থেকে উদ্ধার ।

উপজেলার পূর্ব খিতাপচর গ্রামের সুনীল ডাক্তারের বাড়িতে এ ঘটনা ঘটেছে।

নিহত রূপম বিশ্বাস মৃত সুনীল বিশ্বাসের ছেলে। তিনি এক সন্তানের জনক।

নিহতের ভাই অনুপ বিশ্বাস জানান, রূপম বিশ্বাস চট্টগ্রাম নগরীতে সিএন্ডএফ ফার্মে চাকুরী করতেন। শুক্রবার রাত দেড়টার সময় তিনি ঘর থেকে বের হয়ে নিখোঁজ হন। এরপর তার কোনো খোঁজ না পাওয়ায় থানায় ডায়েরি করেছিলাম। তবে পুকুর ঘাটে তার ব্যবহৃত মোবাইল ও জুতা দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দিলে ডুবুরিদল পুকুরে তল্লাশি চালায়। এরপর বিকেলে পুকুরে ভাসতে দেখা যায় লাশ।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ নেয়ামত উল্লাহ বলেন, নিখোঁজের বিষয়ে শনিবার নিহতের পরিবার থানায় একটি ডায়েরী করেছিলেন। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তে মৃত্যুর কারণ জানা যাবে বলে জানান তিনি।