বোয়ালখালীতে জাফর নামে এক ব্যক্তির আত্মহত্যা

বোয়ালখালী থানা। ফাইল ছবি
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

বোয়ালখালী উপজেলার ৮নং শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ২নং ওয়ার্ড খরণদ্বীপ কেরাণি বাজারের পশ্চিমে বাদশার বাড়িতে জাফর আহমদ (৫৫) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার এশার নামাজের পর তিনি ঘরের পার্শ্ববর্তী বাগিছায় গাছের সাথে দড়ি ঝুলিয়ে আত্মহত্যা করেন।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

তিনি একই এলাকার মৃত শরিয়ত খাঁ এর ৩ পুত্র ও ৪ কন্যা সন্তানের কনিষ্ঠ পুত্র।

স্থানীয়রা জানান, নিহত জাফর আহমদ গত প্রায় ৫বছর আগে বিদেশ থেকে দেশে চলে আসেন। এরপর থেকে পরিবারে আর্থিক অনটনের কারণে নানা অশান্তি ছিল। তবে তিনি মানসিকভাবে পুরোপুরি সুস্থ ছিলেন। পরিবারে স্ত্রী, ৪পুত্র ও ১কন্যা সন্তান রয়েছে বলেও তারা জানান। গতকাল এশার নামাজের পর যথারীতি ঘরে না ফিরলে পরিবারের সদস্যরা তাঁকে বিভিন্ন স্থানে তন্নতন্ন করে খুঁজতে থাকে। এক পর্যায়ে রাত সাড়ে ১১টার দিকে ঘরের ২শ গজ দুরে বাগিছায় গাছের সাথে তাঁর ঝুলন্ত লাশ দেখতে পান তারা।

প্রতিবেশিরা বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও থানাকে জানান।

নিহতের ছেলে খোকন জানান, বাবা আত্মহত্যা করেছেন। তার সাথে পরিবারের কিংবা এলাকার কারও বিরোধ ছিল না।

এব্যাপারে স্থানীয় চেয়ারম্যান মোহাম্মদ মোকারম জানান, খরণদ্বীপ ২নং ওয়ার্ডে জাফর আহমদ নামে এক ব্যক্তির আত্মহত্যার খবর পেয়েছি।

থানা পুলিশের এসআই কাউসার জানান, লাশ ঝুলন্ত অবস্থা থেকে নামানো হয়েছে। এ বিষয়ে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।