বোয়ালখালীতে অর্ধশত যুবক শোডাউন দিয়ে অভিযোগ দিতে এসে জব্দ হয়েছে ১৩টি মোটরসাইকেল।
বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুর দেড়টার সময় পল্লী বিদ্যুতের বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে এলাকার অর্ধশত যুবক মোটরসাইকেলের বহর নিয়ে থানায় গেলে ওসি শেখ মোহামম্দ নেয়ামত উল্লাহ গাড়িগুলো জব্দ করার নির্দেশ দেন। এ অকাংখিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন অভিযোগকারিরা।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ নেয়ামত উল্লাহ বলেন, পল্লী বিদ্যুতের বিরুদ্ধে যে অভিযোগ নিয়ে তারা এসেছেন তারা সমাধানে চট্টগ্রাম পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজারকে (জিএম) বলা হয়েছে। থানায় যে কোনো একজন আসতে পারতো। মোটরসাইকেলে ২/৩ জনকে বসিয়ে শোডাউন দিয়ে আসার কোনো মানে হয় না।
এছাড়া তাদের মধ্যে কারো কারো হেলমেট ছিলো না। এ ব্যাপারে মোটরসাইকেলগুলোর কাগজপত্র যাছাই-বাছাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।