বেপরোয়া রেসিং কার আটক

আটককৃত স্পোর্টস কার
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

নগরীর পাঁচলাইশ থানার আক্তারুজ্জামান ফ্লাইওভারের উপর থেকে দুইটি রেসিং কার আটক করেছে নগর গোয়েন্দা পুলিশের একটি দল।

বৃহস্পতিবার ৫ সেপ্টেম্বর গাড়ী দুইটি আটক করা হয় বলে জানিয়েছেন নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক রুহুল আমীন।

বেশ কিছুদিন থেকে ফ্লাইওভারে ওঠে কিছু বিশৃঙ্খল ছেলেরা বাইক ও রেসিং কার নিয়ে প্রতিযোগিতা করে বলে অভিযোগ ছিল। এরই প্রেক্ষিতে নগরীর বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করে এ গাড়ী দুটি আটক করা হয় বলে জানান তিনি। 

তিনি আরো বলেন, গাড়ী দুটিকে আটক করে মোটর যান আইনে মামলা দেয়াহয়েছে এবং দুইদিন সময় বেঁধে দেয়া হয়েছে যাতে তারা তাদের গাড়ীর (হলার) সাইলেন্সার পাইপগুলো থানায় জমা দিয়ে যায়।