সিপ্লাস ডেস্ক: আজ পঁচিশে বৈশাখ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী। জন্মের দেড় শতাধিক বছর পেরিয়ে গেলেও বাঙালির নিত্যদিনের জীবনযাত্রা ও সংস্কৃতিতে রবীন্দ্রনাথ ঠাকুরের উপস্থিতি এখনো দীপ্যমান।
তাঁর জন্মদিনটি শুধু বাংলাদেশেই নয়, এখন সারা বিশ্বে ছড়িয়ে থাকা বাঙালির কাছে এক আনন্দঘন উৎসবের দিন। রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে এটিএন বাংলায় আজ রাত ১০টা ৩০ মিনিটে প্রচার হবে বিশেষ সংগীতানুষ্ঠান ‘পুরান সেই দিনের কথা’। অনুষ্ঠানে একক সংগীত পরিবেশন করবেন রবীন্দ্রসংগীত শিল্পী কাদেরী কিবরিয়া। দিনাত জাহান মুন্নির উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালনা করবেন সেলিম দৌলা খান। জনপ্রিয় একগুচ্ছ রবীন্দ্র সংগীত দিয়ে সাজানো হয়েছে অনুষ্ঠানটি।