বার আউলিয়া (রহঃ) ওরছ উপলক্ষে সীতাকুণ্ডে রক্তদান কর্মসূচী অনুষ্ঠিত

CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

হযরত পীর বার আউলিয়া (রহঃ), হযরত শাহছুফি সৈয়দ মোঃ মুসলিম(রহঃ) এবং হযরত শাহছুফি মৌলানা সৈয়দ মোঃ নুরুল ইসলাম (রঃ) এর ওরছ শরীফ উপলক্ষে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগীতায় মানবতার সেবায় রক্তদান কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১১ টায় উপজেলার বার আউলিয়া মাজার এলাকায় উক্ত রক্তদান কর্মসূচী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়।

বার আউলিয়া দরগাহ শরীফের খাদেম মৌলানা সৈয়দ মুহাম্মদ শাহ এমরান বোখারীর সভাপতিত্বে এবং সাংবাদিক আমিনুল হক শাহিনের সঞ্চালনায় এতে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আলহাজ্ব আ.ম.ম দিলসাদ, সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী, সহ-সভাপতি জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী, সাবেক সভাপতি এম.সেকান্দর হোসাইন।

বক্তব্য রাখেন সাংবাদিক মোহাম্মদ সাহেদ, বাবুল মিয়া বাবলাসহ অন্যান্য নেতৃবৃন্দ। এর আগে বেলুন উড়িয়ে রক্তদান কর্মসূচীর উদ্ভোধন করেন প্রধান অতিথি মিল্টন রায়।