“আলোকিত বান্দরবান গড়ার প্রত্যয়ে” এই প্রতিবাদ্যকে সামনে রেখে বান্দরবানে বীর বাহাদুর ফাউন্ডেশনের উদ্যোগে বান্দরবান সরকারি কলেজ,বান্দরবান সরকারি মহিলা কলেজ ও বান্দরবান কালেক্টরেট স্কুল এন্ড কলেজের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের মাঝে বই ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার সকাল ১১টায় বান্দরবানের বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে বীর বাহাদুর ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে এই বই ও শিক্ষা সামগ্রী বিতরণের আয়োজন করা হয়।
এ সময় বীর বাহাদুর ফাউন্ডেশনের সভাপতি মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন পার্বত্য আঞ্চলিক পরিষদের সদস্য মোঃ শফিকুর রহমান, পৌর আ.লীগের সভাপতি অমল কান্তি দাশ, সাধারণ সম্পাদক সামশুল ইসলাম, পৌর কাউন্সিলর সৌরভ দাশ শেখর, সাবেক ছাত্রনেতা চৌধুরী প্রকাশ বড়ুয়া, সুজন চৌধুরী সন্জয়সহ প্রমুখ।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী বান্দরবানের বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান থেকে প্রায় ৩৫০ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে এই বই ও শিক্ষা সামগ্রী বিতরণ করেন।